Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের পরিবেশে সন্তুষ্ট, জয়ের বিষয়ে আশাবাদী: গাজী

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ০৯:২৫ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:১৬

রূপগঞ্জ থেকে: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। ভোটের পরিবেশে সন্তুষ্টি জানিয়েছেন তিনি। জানিয়েছেন জয়ের বিষয়ে আশাবাদ। তবে মুড়াপাড়া ভোটকেন্দ্রে হিন্দু ভোটাররা যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রূপগঞ্জ উপজেলার রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘খুবই উৎফুল্ল আমি। ভোটের পরিবেশ এখন পর্যন্ত ঠিকাছে। তবে মুড়াপাড়া ভোটকেন্দ্রে আমার হিন্দু ভোটাররা আসতে পারছেন না। কাল রাত থেকে তাদের আটকে দেওয়া হয়েছে, তাদের হুমকি দেয়া হয়েছে। কিছু সন্ত্রাসী আছে সেখানে। সেটা হলো আমাদের জব্বার মেম্বার নামে একজন আছেন, মুড়াপাড়ার, ঋষিপাড়ার হিন্দুরা তার কারণে আসতে পারছে না। নবী ও মানিক মেম্বর এই তিনজন মিলে আমাদের সকল হিন্দু ভোটারদের আটকে দিয়েছে। এসব সন্ত্রাসীদের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া না হলে হিন্দু ভোটাররা ভোট দিতে পারবে না।’

‘এছাড়া নদীর ওপারে কাঞ্চন, নওড়াতে রয়েছে সন্ত্রাসী একজন। এই সন্ত্রাসীদের মাঠ থেকে উঠিয়ে নিলে একটা সুষ্ঠু ভোট পাবো। আমার মনে হয় ৮/১০টি কেন্দ্র ছাড়া সবগুলো কেন্দ্রের পরিবেশ ভালো। আবেদন জানাচ্ছি প্রশাসন যেন তাদের তুলে নিয়ে যায়’, বলেন বস্ত্র ও পাটমন্ত্রী।

এক ভূমিদস্যু তাদের অর্থায়ন করছে অভিযোগ করে তিনি বলেন, ‘অনেক বড় অর্থায়ন তাদের, প্রায় হাজার কোটি টাকা ব্যয় করছে। আমাদের কেটলি মার্কার পক্ষে তারা কাজ করছে। কারণ সন্ত্রাসীরা অর্থ পেলেই কাজ করে। অভিযোগ দেওয়া হয়েছে কমিশনে। তবে জানি না তারা কি করবে।’

বিজ্ঞাপন

এসময় নির্বাচনে ভোটারদের উপস্থিতি ভালো বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ‘তৃণমূল বিএনপিকে স্বাগত জানাই। প্রতিদ্বন্দ্বিতা কি হবে তা ভোটাররা জানেন। তবে আমি শতভাগ আশাবাদী জয়ের বিষয়ে।’

সারাবাংলা/জেআর/এমও

গোলাম দস্তগীর গাজী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ-১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর