ঢাকার সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী
৭ জানুয়ারি ২০২৪ ০৮:৪৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ০৯:১৬
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট শুরুর পর তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরপর তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ভোটাধিকার প্রয়োগ করেন। পরে প্রধানমন্ত্রী দেশি-বিদেশি সাংবাদিকদের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং গণমাধ্যমের সামনে কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক।
এর আগে, গত ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা। ওই দিন দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন তারা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সদরের ভোটার।
উল্লেখ্য, ৭ জানুয়ারি দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চলছে। টানা তৃতীয় মেয়াদে সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে আওয়ামী লীগ। ৭ই জানুয়ারির ভোটের মাধ্যমে টানা চতুর্থবার সরকার গঠনের দ্বারপ্রান্তে দলটি।
সারাবাংলা/এনআর/এমও