কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে আগুন
৭ জানুয়ারি ২০২৪ ০৮:১৯ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ০৮:২২
কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক সপ্তাহের মাথায় আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার দিবাগত রাত ১টার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ থেকে ২০ রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগুনে এ পর্যন্ত ১৫-২০টি ঘর পুড়েছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘আগুন কীভাবে ছড়াল আমরা খোঁজ নিচ্ছি। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদ্ঘাটনে তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছেন।’
এর আগে, গত বছরের ৩১ ডিসেম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০-৫০টি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয় অন্তত অর্ধশতাধিক ঘর।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল অর্ধশত ঘর
সারাবাংলা/ইআ