২৯৯ আসনে ভোট শুরু
৭ জানুয়ারি ২০২৪ ০৮:০১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:১৭
ঢাকা: গণতান্ত্রিক যাত্রার আরও পাঁচটি বছর কেটে গেছে। সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে আবারও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিতর্কিত ১/১১ এর গণতান্ত্রিক ছন্দপতনের পর দেশের ইতিহাসে প্রথমবারের মতো টানা তিনবার যথাসময়ে হচ্ছে নির্বাচন। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মতভেদ থেকে অস্থিরতা ও বিদেশি চাপ উপেক্ষা করে ফের একবার জাতীয় সংসদে প্রতিনিধি নির্বাচনের সুযোগ এলো ভোটারের কাছে।
আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটাধিকার প্রয়োগ করতে তীব্র শীত উপেক্ষা করে নিজ নিজ ভোটকেন্দ্রের দিকে ছুটছেন মানুষ। ভোটগ্রহণ শুরুর নির্ধারিত সময় সকাল ৮টার আগেই ভোটকেন্দ্রের সামনে ভোটারদের সারি দেখা যায়।
এর আগে, গত ১৫ নভেম্বর এই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। দেশে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। তব রাজপথের বিরোধীদল বিএনপি ও তাদের মিত্র ১৬টি দল নির্বাচন বর্জন করেছে। ভোট বর্জনের কর্মসূচি হিসেবে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি।
এ নির্বাচনে ভোটার রয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি পাঁচ লাখ ৯২ হাজার ১৯৭ জন, নারী ভোটার পাঁচ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৮৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৮ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট এক হাজার ৯৬৯ প্রার্থী ভোটে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন এক হাজার ৫৩২ জন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী আছেন ৪৩৭ জন। নির্বাচনে মোট নারী প্রার্থীর সংখ্যা ৯৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের নারী প্রার্থী ৬৭ জন, স্বতন্ত্র নারী প্রার্থী ২৯ জন। তৃতীয় লিঙ্গের প্রার্থী দুজন।
এ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পুলিশের এক লাখ ৭৪ হাজার ৭৬৭ জন, আনসার ব্যাটালিয়ন পাঁচ লাখ ১৪ হাজার ২৮৮ জন ও সশস্ত্র বাহিনীর ৪০ হাজার ৫০৯ জন সদস্য মোতায়েন রয়েছেন। সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে সেনাবাহিনীর সদস্য আছেন ৩৮ হাজার ১৫৪ জন, কোস্টগার্ড দুই হাজার ৩৫৫ জন। এ ছাড়া বিজিবি ৪৪ হাজার ৯১২ জন, পাঁচ হাজার ৫৬০ জন র্যাব সদস্য নিয়োজিত থাকছেন।
৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা বলয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র ও দুই লাখ ৬০ হাজার ৮৫৬টি ভোটকক্ষ রয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ-আনসারের ১৫-১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় পৌনে সাত লাখ সদস্য শুক্রবার থেকে মাঠে নেমেছেন। এদিন ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও নেমেছেন। তারা নির্বাচনি অপরাধ দেখলে তাৎক্ষণিক সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন।
সারাবাংলা/আইই