ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী
৬ জানুয়ারি ২০২৪ ১৭:২৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ০১:২৮
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
গত ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ওই দিন দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সদরের ভোটার।
উল্লেখ্য, ৭ জানুয়ারি দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। টানা তৃতীয় মেয়াদে সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে আওয়ামী লীগ। ৭ জানুয়ারির ভোটের মাধ্যমে টানা চতুর্থবার সরকার গঠনের দ্বারপ্রান্তে দলটি।
সারাবাংলা/এনআর/ইআ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি কলেজে কেন্দ্র