পদোন্নতি পেয়ে প্রশাসনিক কর্মকর্তা হলেন হাইকোর্টের ১৪ কর্মচারী
৬ জানুয়ারি ২০২৪ ১৫:২৯ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৪ ১৬:১৮
ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অফিস সহকারী এবং মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী পদের ১৪ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা (১০ম গ্রেডে) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৯ জন অফিস সহকারী এবং ৫ মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী পদের কর্মচারী।
গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।
অফিস সহকারী থেকে যে ৯ জন পদোন্নতি পেয়ে প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন তারা হলেন, মো. শাহাদাৎ হোসেন, মো. জিয়াউর রহমান, আবু কালাম মুন্সী, সৈয়দ রফিকুন নবী সোহাগ, সালেহা আফরোজ, এমারত হোসেন, সঞ্জয় দত্ত, শেখ মাইনুল ইসলাম ও নিকুঞ্জ বিহারী মালাকার।
আর মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী থেকে পদোন্নতি পেয়ে যে ৫ জন প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন তারা হলেন, মো. আরিফ বেপারী, মো. জহিরুল আজম, মো. আলতাফ হোসেন, মো. মাহবুব আলম ও মো. হান্নান সরকার।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মসিয়ার রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৪ কর্মচারীকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৬০০০-৩৮৬৪০ টাকার (১০ম গ্রেড) স্কেলে সম্পূর্ণ অস্থায়ীভাবে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতিমূলে নিয়োগ দেওয়া হলো।
এতে আরও বলা হয়, তাদের পদোন্নতির ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের (কর্মচারী) নিয়োগ বিধি, ১৯৮৭ এর বিধি ৬(১) (খ) ও ২ (খ) এর শর্তাবলী প্রযোজ্য হবে।
জানা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়োগের তারিখ হতে এক বছর বা শিক্ষানবিস হিসেবে থাকবেন। তবে কর্তৃপক্ষ শিক্ষানবিসের মেয়াদ দুই বৎসর পর্যন্ত বাড়াতে পারবেন।
এ পদোন্নতির আদেশ তাদের কাজে যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
সারাবাংলা/কেআইএফ/এমও