Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফকিরাপুলে যুবদলের মিছিল থেকে আটক ১০

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৪ ১৫:২৫

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মিছিল থেকে ১০ নেতাকর্মী আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে মিছিলটি দৈনিক বাংলা মোড়ে পৌঁছালে তাদের আটক করে পুলিশ।

জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে মিছিল শাহজাহানপুর থেকে শুরু হয়ে রাজারবাগ-ফকরাপুল হয়ে দৈনিক বাংলা মোড়ে যায়। এ সময় পুলিশ মিছিলের ওপর হামলা চালিয়ে সেখান থেকে যুবদলের ১০ নেতা-কর্মীকে আটক করে।

যুবদল নেতা নয়ন জানান, পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হায়নার মতো হামলা চালিয়েছে। তারা আমাদের অনেক নেতা-কর্মীকে আহত করে। এছাড়া অন্তত ১০ জনকে আটক করে।

সারাবাংলা/এজেড/এনএস

যুবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর