Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন, হেলপার দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৪ ১৪:২৮

চাঁদপুর: চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িতে ঘুমিয়ে থাকা হেলপার খোকন মিয়া দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আহত হয়েছেন গাড়ির চালক নাছির উদ্দিন বিপ্লবও।

শনিবার (৬ জানুয়ারি) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাসের মালিক শম্ভু চন্দ্র দাস জানান, নির্বাচনের কাজে ব্যবহারের জন্য পাঁচ দিন আগে পুলিশ গাড়িটি জব্দ করে। শুক্রবার চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ সদস্যদের পরিবহনের পর গাড়িটি চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়। গত রাতে দুর্বৃত্তরা গাড়িতে আগুন দেয়। এ সময় গাড়িতে থাকা চালক লাফ দিয়ে নামতে পারলেও অপর একজন স্টাফ দগ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশন এর উপ-পরিচালক সানোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের সিট ও গ্লাস আংশিক পুড়ে যায়।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কয়েলের আগুন।

সারাবাংলা/এমও

আগুন চাঁদপুর জব্দ করা বাস হেলপার দগ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর