Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডুমুরিয়ায় স্কুলে, রূপসায় ভোটকেন্দ্রে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৪ ১৩:৪৬

খুলনা: খুলনার দু’টি স্কুলে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাতের পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, ডুমুরিয়ায় ভোটকেন্দ্র ভেবে একটি স্কুলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের একটি কক্ষের দরজা পুড়ে গেছে। অন্যদিকে খুলনার রূপসায়ও একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ডুমুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা ভোটকেন্দ্র ভেবে অগ্নিসংযোগ করে। এতে বিদ্যালয়ের লাইব্রেরির একটি কক্ষ পুড়ে যায়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে ওই বিদ্যালয়টি ভোট কেন্দ্র নয়।

অপরদিকে, খুলনা রূপসা উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

রূপসা থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা ওই বিদ্যালয়ে কেরোসিন সহকারে আগুন দেওয়ার চেষ্টা করে। এ বিদ্যালয় একটি ভোটকেন্দ্র।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর বলেন, ‘দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিলো। তবে নৈশপ্রহরীর চিৎকারে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

সারাবাংলা/এমও

আগুন ডুমুরিয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটকেন্দ্র রূপসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর