গাজীপুরে ৩ শিক্ষা প্রতিষ্ঠানে আগুন
৬ জানুয়ারি ২০২৪ ১১:৩৪ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৪ ১১:৫৩
গাজীপুর: গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ও টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত ১টার দিকে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ও রাত ৩টার দিকে টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলমারিতে থাকা বইপত্রসহ, বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে রাখা বেশকিছু নতুন বই ও শিক্ষা উপকরণ সামগ্রী পুড়ে গেছে। পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, ‘রাত ৩টার দিকে স্কুল থেকে নৈশপ্রহরী ফোন দিয়ে জানায় স্কুলে আগুন লেগেছে। তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন দিই। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের এ ঘটনায় স্কুলের ৯টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অগ্নিকাণ্ডে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক এবং টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯টি কক্ষ পুড়ে গেছে।’
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান বলেন, ‘রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিস কক্ষ, শিক্ষা উপকরণ সামগ্রী পুড়ে গেছে।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে রাত আনুমানিক দেড়টার দিকে বিদ্যালয়ে যাই। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও টিএনটি সরকারি বিদ্যালয়ে চান্দনা মর্ডান ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
সারাবাংলা/ইআ