Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটারদের টাকা দিতে গিয়ে ধরা খেলেন ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৪ ১১:২৫ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৪ ১১:২৭

নওগাঁ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছেন জেলার মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল (৪০)। তিনি নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ছলিম উদ্দিন তরফদার সেলিমের ভাগনে।

গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ সময় কর্মী-সমর্থকদের নিয়ে সাঈদ হাসান টাকা বিতরণ করে চাচা ছলিম উদ্দিনের জন্য ভোট চাচ্ছিলেন বলে অভিযোগ।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ছলিম তরফদারের ছেলে ও ভাগনে ট্রাক প্রতীক জেতানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে চলেছেন। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের খোলাশপুকুর এলাকায় টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক হন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। একই সময় কিছুদূরে অলংকারপুরে ভাগনে শাকিল চেয়ারম্যানসহ আরও কয়েকজন টাকাসহ ধরা খেয়েছেন।

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। থানার ওসি ঘটনাস্থলে গিয়েছিলেন। বিস্তারিত জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।’

সারাবাংলা/এআরপি/এনএস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ-৩ আসন মহাদেবপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর