Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল এক্সপ্রেসের আগুন তদন্তে ৭ সদস্যের কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৪ ০০:২৯ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৪ ০০:৩১

ঢাকা: রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনা তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত বারোটার দিকে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ খান এ তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন। শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে রাজধানীর গোপীবাগ এলাকায় ট্রেনটিতে দু্র্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাত দশটা পর্যন্ত ১০ টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/জেআর/এমও

আগুন তদন্ত কমিটি বেনাপোল এক্সপ্রেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর