Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নৌকার প্রার্থীকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ২৩:৪৪

সিরাজগঞ্জ: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী চয়ন ইসলাম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমকে আদালতে তলব করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের তলব করা হয়। আগামীকাল শনিবার তাদের যুগ্ম জেলা জজ ও দায়রা জজের কাছে সশরীরে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের উপস্থিতিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যালয় ব্যবহার করে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমসহ উপস্থিত অন্য শিক্ষকদের ব্যবহার করে গত ৩ জানুয়ারি নির্বাচনি কর্মসূচী বা কর্মকাণ্ড পরিচালনা করে। এই নির্বাচনি প্রচার কাজ ৪ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়। যার দ্বারা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘিত হয়েছে।

এছাড়া উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমকে লিখিত ব্যাখার সঙ্গে নির্বাচনি প্রচারে বা কর্মসূচীতে উপস্থিত অংশগ্রহণকারী শিক্ষকদের নামের একটি তালিকা সরবরাহের জন্যও বলা হয়।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আওয়ামী লীগ প্রার্থী চয়ন ইসলাম নির্বাচনি মত বিনিময় সভা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি শাহ আযম শান্তনু উপস্থিত ছিলেন। পরে সেখানে নৌকার পক্ষে ভোট চেয়ে গান এবং স্লোগান দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

নৌকার প্রার্থী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শোকজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর