ট্রেনে আগুনে পুড়ে ৪ জনের প্রাণহানি
সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ২২:৫৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৪ ০০:৩২
৫ জানুয়ারি ২০২৪ ২২:৫৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৪ ০০:৩২
ঢাকা: রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে চারজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, বেনাপোল এক্সপ্রেসটি কমলাপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনের চারটি বগিতে আগুন দেওয়া হয়।
সারাবাংলা/ইউজে/একে