Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি ককটেল বিস্ফোরণ

ঢাবি করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ২০:১৪

ঢাবি: নীলক্ষেতসংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় জড়িতদের কাউকেই শনাক্ত করা যায়নি।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, সন্ধ্যা সাতটার দিকে একটি মোটরসাইকেলযোগে একাধিক লোক বিস্ফোরণ এলাকায় আসে। পরপর চারটি ককটেলের বিস্ফোরণ শেষে তারা দ্রুত স্থান ত্যাগ করে।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর আলামীন বলেন, ‘এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, গতবছর নভেম্বর মাসে পরপর দু’দিন বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে প্রক্টরিয়াল টিম। এছাড়া আরও কয়েকবার বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের সংবাদ শোনা যায় ডিসেম্বর মাসে।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর পর থেকে এই ধরনের ঘটনা বেড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

সারাবাংলা/আরআইআর/এমও

অবিস্ফোরিত ককটেল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর