Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাতিকে পায়েস খাওয়ানো হলো না কৃষক সালামের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ২০:১০

বাগেরহাট: মোরেলগঞ্জে গাছ থেকে পড়ে আব্দুস সালাম হাওলাদার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির গাছ থেকে পড়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান জানান, নাতির পায়েস খাওয়ার আবদার পূরণ করতে সালাম হাওলাদার নিজ বাড়ির একটি খেজুর গাছ থেকে রসের হাড়ি নামাতে উঠছিলেন। অসতর্কতাবশত সেখান থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিজ্ঞাপন

নিহত সালাম হাওলাদার উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের মৃত আব্দুল হাকিম হাওলাদারের ছেলে এবং ওয়ার্ড চৌকিদার কালাম হাওলাদারে বড় ভাই ছিলেন।

মোরেলগঞ্জে থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন খান বলেন,‘ গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যুর খবর কেউ এখনও থানায় জানায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

কৃষক পায়েস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর