সুষ্ঠু ও স্বচ্ছ্ব নির্বাচন দেখতে চায় ওআইসি
৫ জানুয়ারি ২০২৪ ১৯:৩২ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৪ ২৩:০৫
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ্ব নির্বাচন দেখতে চায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ওআইসি পর্যবেক্ষক দলের প্রধান সাকের মাহমুদ বান্দার। রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকে ওআইসির ৫ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি।
সাংবাদিকদের ব্রিফিংয়ে সাকের মাহসুদ বান্দার বলেন, ‘বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের আমন্ত্রণে আমার এখানে এসেছি। আশা করছি নির্বাচন স্বচ্ছ হবে।’
পরবর্তীতে ব্রিফিং করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেব নাথ। তিনি এই বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে নেতৃত্ব দেন। তিনি বলেন, ‘ওআইসির প্রতিনিধি দল নির্বাচনি পরিবেশ, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা ইত্যাদি বিষয় জানতে চেয়েছে। আমরা আমাদের প্রস্তুতিসহ সব বিষয় জানিয়েছি। তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।’
সারাবাংলা/জেজে/এমও