আচরণবিধি লঙ্ঘনে ইসির শোকজ ৭২০টি, মামলা একান্ন
৫ জানুয়ারি ২০২৪ ১৮:৪৮ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৪ ১৮:৫৪
ঢাকা: দ্বাদশ নির্বাচনে ক্ষমতাসীন দলের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বি না থাকলেও আচরণবিধি মানছেন না প্রার্থীরা। দলের বর্তমান মন্ত্রী-এমপি ও দলটির স্বতন্ত্র প্রার্থীরা নিয়মিতভাবেই ভেঙে চলছে নির্বাচনি আচরণবিধি। এখন পর্যন্ত নির্বাচন অনুসন্ধান কমিটি ৭২০টি শোকজ করা হয়েছে। মামলা হয়েছে ৫১ জনের বিরুদ্ধে, যার অধিকাংশই ক্ষমতাসীন দলের প্রার্থী ও সমর্থক। অর্থ জরিমানা করা হয়েছে নৌকার দুই প্রার্থীকে।
এদিকে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় শেষ হয়েছে প্রার্থীদের নির্বাচনি প্রচার। এখন শুধু অপেক্ষা ভোট নেওয়ার অপেক্ষা।
এবারই প্রথমবারের মত নির্বাচনি আচরণবিধি মানাতে ৩০০ আসনে জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের নিয়ে নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন।
ইসির শোকজের তালিকায় রয়েছে, বর্তমান সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, স্বতন্ত্র প্রার্থী, প্রার্থীদের সমর্থক ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শোকজের পর ইসিতে পাঠানো হয় প্রায় ৪০০ জনের প্রতিবেদন। সেখানে দেখা যায়, প্রার্থীর পাশাপাশি তাদের অনুসারী নেতাকর্মী-সমর্থক এবং কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কারও কারও বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগও রয়েছে।
এরমধ্যে ইসি স্বতন্ত্র একজনের প্রার্থিতা বাতিল করেছে, কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহারকে একজনকে ১ লাখ টাকা ও বরগুনা-২ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্র নাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখা সূত্রে এসব তথ্য জানা যায়।
আচরণবিধি ভঙ্গেও এগিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও তাদের সমর্থকেরা। যে ৭২০টি শোকজ নোটিশ দেওয়া হয়েছে, তার মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ২ শতাধিক জন— তাদের মধ্যে বেশিরভাগ বর্তমান সংসদ সদস্য। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
আচরণবিধি লঙ্ঘনের তালিকায় দেখা যায়, ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থী আব্দুল হাইকে ৩ বার, কুমিল্লা-৬ আসনের আ ক ম বাহাউদ্দীন বাহারকে তিনবার, বরগুনা-১ নৌকার প্রার্থী ধীরেন্দ্র নাথ শম্ভুকে ৪ বার শোকজ করা হয়।
এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুর-২ আসনের সংসদ জাহিদ আহসান রাসেল ও ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও নরসিংদী-৫ (রায়পুরা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানসহ আরও অনেকে শোকজের তালিকায় রয়েছেন।
মামলার তালিকায় রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী-৪ আসনের আবুল কালাম আজাদ ও নোয়াখালী-২ আসনে মোরশেদ আলম, একই আসনের স্বতন্ত্র আতাউর রহমান; জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র গোলাম মাহফুজ চৌধুরী, ঠাঁকুরগাঁও-২ আসনের স্বতন্ত্র মো. আলী আসলাম, নেত্রকোণা-১ আসনের স্বতন্ত্র জান্নাতুল ফেরদৌস আরা, মাগুরা-২ আসনে জাতীয় পার্টির মো. মুরাদ আলী ও মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র আব্দুল মান্নান।
এর আগে, ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই ও চট্টগ্রাম-১৬ আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে মামলা দিয়েছে ইসি।
এদিকে পুলিশ সদর দফতরের হিসেব মতে, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় গত কয়েকদিনে দেশজুড়ে প্রায় ২১৫ জনকে গ্রেফতারের তথ্য দিয়ে পুলিশ বলেছ, এ সময়ে মামলা হয়েছে প্রায় ১৮৪টি। এসব সংঘাতে জড়াচ্ছেন মূলত ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বেশিরভাগ ক্ষেত্রে নৌকার প্রার্থীর সমর্থকদের হাতে স্বতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থক ও নির্বাচনি প্রচার শিবিরে হামলার ঘটনা ঘটেছে।
পাশাপাশি নভেম্বর ও ডিসেম্বরে ২২১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অবৈধ অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ৪৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সদর দফতর জানিয়েছে।
আগামী রোববার (৭ জানুয়ারি) ২৯৯টি আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট হবে। নির্বাচনে ২৮টি দল ও স্বতন্ত্র থেকে মাট এক হাজার ৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। ভোট কেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। আর ভোট কক্ষ রয়েছে ২ লাখ ৬২ হাজার।
সারাবাংলা/জিএস/এমও