Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের সঙ্গে সংঘর্ষে আহত বিজিবির টহল গাড়িচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ১৮:১৬

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ৫ বিজিবি সদস্যসহ আহত ৮ জনের মধ্যে বিজিবির টহল গাড়ির চালক মুন্না মিয়া (২০) মারা গেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মুন্নার বাড়ি জেলার পলাশবাড়ি উপজেলার ইউনিয়নের মাঠে হাট এলাকায়। রিকুজিশন করা ওই পিকআপের চালক ছিলেন তিনি।

এর আগে, শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে সদরের রাইচমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু সাজ্জাদ জানান, সকালে জে আর পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা যাচ্ছিল। পথে রাইসমিল এলাকায় পলাশবাড়ি অভিমুখী বিজিবির সদস্যদের বহনকারী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ বিজিবি সদস্যসহ ৮ জন আহত হন।

আহতদের উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কজনক অবস্থায় ২ বিজিবি সদস্য ও গাড়িচালক মুন্নাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মুন্না মারা যান বলে জানান ওসি।

সারাবাংলা/এমও

গাড়িচালকের মৃত্যু বিজিবির টহল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর