Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাংনীতে নৌকা-ট্রাক প্রতীকের কর্মীদের মধ্যে উত্তেজনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ১৭:৪১

মেহেরপুর: মেহেরপুর-২ আসনে গাংনী উপজেলা শহরে প্রচারণা নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে দুই পক্ষের মধ্যে। নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘণ করে নৌকার প্রচার করায় প্রতিবাদ জানান স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কর্মী সমর্থকরা। এই নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষের আশঙ্কা দেখা যায়।

উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডতা ও মারমুখী অবস্থানের কারণে সেখানে জড়ো হতে থাকেন দুই গ্রুপের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বিজ্ঞাপন

গাংনী উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির অভিযোগ করে বলেন, ‘গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম তার মাইক্রোবাসে নৌকা প্রতীকের ফেস্টুন নিয়ে প্রচারণা করছিলেন। প্রচার-প্রচারণা বন্ধের সময় পেরিয়ে গেছে তাই বাধা দেওয়া হয়। ‌এতে সাবেক মেয়র আশরাফুল ইসলাম আমাদের ওপর আক্রমণ করে।’

এদিকে সাবেক মেয়র আশরাফুল ইসলাম বলেন, ‘একটি জানাজার নামাজে অংশ নিতে গিয়েছিলাম। গাড়িতে যে ফেস্টুন বাধা ছিল তা স্মরণ ছিল না। শ্রমিক লীগ নেতা মনিসহ অন্যরা এসে বাধা দেয়। আমি বলেছি যে সরকারি রিটার্নিং কর্মকর্তা এসে যা করার করবেন, তোমরা বাধা দেওয়ার কারা। এসময় তারাই আমার ওপরে আক্রমণ করে।’

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘উভয়পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ। বিশৃঙ্খলা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সারাবাংলা/এমও

উত্তেজনা গাংনী নৌকা-ট্রাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর