Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ-১: ফের নৌকার নির্বাচনি অফিসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ১৬:৩৩

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে (শিবগঞ্জ) ফের নৌকার নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যানার, পোস্টারসহ অফিসের মালামাল পুড়ে গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুরে এ ঘটনা ঘটে।

নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল আলম টিয়া জানান, ভোর সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

তৌহিদুল আলম টিয়া জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে শিকারপুরের নির্বাচনী অফিসের ব্যানার, পোস্টার, টেবিলক্লথ ও অফিসের সামিয়ানা পুড়ে গেছে। এ ঘটনায় সহকারী রির্টানিং কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, নির্বাচনি অফিসটি পুড়িয়ে ফেলার আলামত জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে দ্রুতই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, এ আসনে নৌকার আরও চারটি নির্বাচনি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

সারাবাংলা/এনইউ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর