নৌকার কর্মীর গায়ে আগুন দিল দুর্বৃত্তরা
৫ জানুয়ারি ২০২৪ ১৫:৩৯ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৪ ১৮:০৬
খুলনা:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামালের নির্বাচনি প্রচার ক্যাম্পের এক কর্মীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৫ জানুয়ারি) খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আগুন দগ্ধ হওয়া ওই কর্মীর নাম হাসান ফারাজী (৪২)। তিনি যোগীপোল এলাকার সোহরাব ফারাজীর ছেলে। হাসান বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খানজাহান আলী থানার ওসি মমতাজুল হক জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে যোগীপোল এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনি ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে ২/৩ জন দুর্বৃত্ত কেরোসিন ছুড়ে মারে। এরপর তারা আগুন ধরিয়ে দেয়। আগুনে হাসান ফারাজীর ঘাড়ের দুই পাশে কিছু অংশ পুড়ে যায়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সারাবাংলা/আরআইটি/এনএস