Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের দিন নাশকতাকারীর তথ্য দিলে ‌‘লাখ টাকা পুরস্কার’

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ১৫:২৯ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৪ ১৬:২৬

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ছবি: সারাবাংলা

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের কোথাও নাশকতাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সদর দফতরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আইজিপি মহোদয় ঘোষণা দিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে দেশের কোথাও নাশকতাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। তবে পুলিশের কাছে যে তথ্য দেবেন তার পরিচয় গোপন রাখা হবে।

এদিকে শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলস্থ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ব্রিফিং পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘সম্প্রতি মাগুরায় ছাত্রদলের একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কেন্দ্রীক সহিংসতার ঘটানোর বেশকিছু তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে। সেই আলোকে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায় থেকে নাশকতাকারীদের বিষয়ে প্রতিনিয়ত তথ্য পাচ্ছি। আশা করি, যত পরিকল্পনাই করুক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘নাশকতাকারীরা পরিকল্পনা করেছিল, বিকট কিছু আওয়াজ করে মানুষের মনে ভীতি তৈরি করবে। এ তথ্য আমরা পেয়েছি। আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। আশা করি এই ধরনের ভীতি সঞ্চার তারা করতে পারবে না।’

বিজ্ঞাপন

‘দেশের মানুষ সবাই মিলে যেভাবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও নাশকতার বিরুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে। এবারও সেইভাবে নাশকতাকারীদের দমন করা হবে।’

আইজিপি আরও বলেন, ‘দেশের সকল সম্মানিত নাগরিকদের আশ্বস্ত করতে চাই, এই দেশের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট, প্রশাসন সকলে মিলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যদি কোনো সুযোগ নেয় তাহলে কঠোরভাবে তাদের দমন করে আইনের আওতায় আনা হবে।’

দেশের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট, প্রশাসন, নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তার অফিস’সহ আমাদের সকলের মাঝে একটি সুষ্ঠু সমন্বয় রয়েছে। আমরা আপনাদেরকে নিকটস্থ থানায় বা পুলিশের জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের টিম সহায়তার জন্য আপনাদের পাশে দ্রুততম সময়ে পৌঁছে যাবে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সারাবাংলা/ইউজে/এনএস

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর