Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় লাঙলের কর্মীকে কোপালেন ঈগলের কর্মীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ১৫:০৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৪ ১৮:১১

সাতক্ষীরা: জেলার সদর উপজেলার ভবানিপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙলের কর্মী আফজারুল হককে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এমপি রবির কর্মী সমর্থকরা।

গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে ভবানীপুরে ঈগল প্রতীকের ৮-১০ জন সমর্থকরা তাকে মারপিট করে। আহত আফজারুল হককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের স্বজনরা জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে লাঙল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশুর জনসভা শেষ করে বাড়ি ফেরার পথে ঈগল সমর্থকরা অতর্কিতভাবে তার উপর হামলা চালায়।

এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে আহতের খোঁজখবর নিতে হাজির হন লাঙলের প্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুসহ মহাজোট নেতাকর্মীরা। তারা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) মতিউর রহমান সিদ্দিকী জানান, ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/কেএইচ/এনএস

সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর