১২টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম গেল হেলিকপ্টারে
৫ জানুয়ারি ২০২৪ ১৪:২৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৪ ১৬:২৬
বান্দরবান: জেলার চার উপজেলার ১২টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে নিজ নিজ উপজেলা থেকে হেলিকপ্টারে করে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়। বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) শাহ্ মোজাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
দুর্গম ১২টি কেন্দ্র হলো— রোয়াংছড়ি উপজেলার রোনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার নুন থিয়ার হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি উপজেলার দলিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্না পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীকদম উপজেলার কমচঙ ইয়ুংছা মাওরুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বান্দরবানের ডিসি শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, বান্দরবানের ১৮২টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারের সাহায্যে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। ইতোমধ্যেই এসব সরঞ্জাম পৌঁছানো হয়েছে। বান্দরবানে একটি সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/আই/এনএস