Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে পণ্যবাহী কার্গোর ধাক্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ১০:৪৩

বরিশাল: মেঘনা নদীতে ঘন কুয়াশায় পণ্যবাহী কার্গো জাহাজের ধাক্কায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুন্দরবন-১৬ লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লঞ্চের তলা ফেটে পানি প্রবেশ করে। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাঁচ শতাধিক যাত্রী।

তবে এ ঘটনায় একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

লঞ্চের যাত্রীরা জানান, সুন্দরবন-১৬ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে থেকে ছেড়ে বরিশাল আসছিল। রাত পৌনে ১টায় মেঘনা নদীর এখলাছপুরে সুন্দরবন-১৬ এর মাঝ বরাবর ধাক্কা দেয় এমভি মার্কেন্টাইল-৩। এতে লঞ্চের ভিআইপি কেবিন, ক্যান্টিন, ডেকের মাঝ সিঁড়ি দুমড়ে-মুচড়ে যায়।

লঞ্চের যাত্রী আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত লঞ্চে আটকে পড়া যাত্রীদের অনেকেই আতঙ্কিত হয়ে অন্ধকারের মধ্যেই পানিতে ঝাঁপ দেয়। বেশিরভাগ ডেক যাত্রীরা কান্নাকাটি করতে থাকে। লঞ্চটি দ্রুত কিনারের দিকে গেলে অনেক যাত্রী এখলাছপুরের একটি চরে নেমে যায়।

সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার সিরাজ জানান, লঞ্চটি এখলাছপুরের একটি চরে রাখা হয়েছে। লঞ্চের পাঁচ শতাধিক যাত্রী নিরাপদ আছেন। যাত্রীদের উদ্ধার করতে অন্য লঞ্চ আসবে।

চাঁদপুরের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লঞ্চ ও কার্গো দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু বলেন, ঢাকা থেকে সুন্দরবন-১৪ নামের অপর একটি লঞ্চ যাত্রীদের উদ্ধারের জন্য চাঁদপুর পৌঁছেছে। সকল যাত্রীদের উদ্ধারকারী লঞ্চে তুলে বরিশাল পৌঁছে দেওয়া হবে।

সারাবাংলা/জিএমএস/এনএস

বরিশাল লঞ্চে পণ্যবাহী কার্গোর ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর