Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোরেলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৪ ২২:৫৪

বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় শাহিনুর (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের আট জন আহত হন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শাহিনুরকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, এদিন বিকেল ৫টার দিকে উপজেলার গুয়াতলা গ্রামে মারপিটে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর গুয়াতলা গ্রামের জাকির তালুকদারের স্ত্রী।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের মারপিটে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাহারিয়া ফাত্তাহ জানান, শাহিনুরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সারাবাংলা/পিটিএম

নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর