Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকার পক্ষে প্রচারে অংশ নেওয়ায় রবির ৩ শিক্ষককে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৪ ২২:৩৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চয়ন ইসলামের পক্ষে নির্বাচনি কর্মসূচি প্রচারে অংশ নেওয়ার অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মামুন-অর-রশিদ এ নোটিশ দেন।

নোটিশপ্রাপ্তরা হলেন- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলাম ও অর্থনীতি বিভাগের প্রভাষক সৈয়দ আশরাফ।

নোটিশে উল্লেখ করা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮ এর ১৪ নম্বর বিধিসহ অন্যান্য আইন লঙ্ঘন করে ওই তিন শিক্ষক গত ৩ জানুয়ারি নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে নির্বাচনি প্রচার চালিয়েছেন। সিরাজগঞ্জ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তাকে এর ভিডিও ফুটেজ সরবরাহ করেছেন।

এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওই তিন শিক্ষকের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, তার লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে।

জেলা যুগ্ম ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগামী শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় অভিযুক্ত শিক্ষকদের নোটিশ দাতার আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে।’

বিজ্ঞাপন

এ ব্যাপারে কথা বলার জন্য বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী বলেন, ‘আমি এখনো শোকজের কাগজ দেখিনি তবে বিষয়টি শুনেছি।

সারাবাংলা/পিটিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শোকজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর