Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অষ্টমের ৩, নবমের ৪ বিষয়ের বই যায়নি রাঙ্গামাটিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৪ ২০:৫৩ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৪ ২১:০২

রাঙ্গামাটি: ২০২৪ শিক্ষাবর্ষে পার্বত্য রাঙ্গামাটি জেলায় প্রাথমিকের শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা বিভাগের ২০ শতাংশ বই এখনো পৌঁছেনি। প্রাথমিকের সাধারণ পাঠ্যপুস্তকসহ চাকমা, মারমা ও ত্রিপুরা শিক্ষার্থীদের মাতৃভাষার বই চাহিদা অনুযায়ী শতভাগ বই পেয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। তবে মাধ্যমিকে অষ্টম শ্রেণির তিনটি বিষয় ও নবম শ্রেণির চারটি বিষয়ের কোনো বই এই জেলায় পৌঁছেনি।

বিজ্ঞাপন

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর রাঙ্গামাটির ১০ উপজেলায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিকের সাধারণ বিষয়ের পাঠ্যপুস্তকের চাহিদা ছিল তিন লাখ ৮৬ হাজার ৭৮৯টি। প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বইয়ের চাহিদা ছিল ৬৩ হাজার ৪৬৮টি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষীকেশ শীল সারাবাংলাকে জানান, গত বছরের ২০ ডিসেম্বরের মধ্যেই রাঙ্গামাটি জেলায় প্রাথমিকের চাহিদা অনুযায়ী শতভাগ বই পৌঁছে যায়। এরপর সেগুলো স্কুলে স্কুলে বিতরণও করা হয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে রাঙ্গামাটি জেলায় মাধ্যমিক ও মাদরাসা বিভাগে বইয়ের চাহিদা ছিল সাত লাখ ৮২ হাজার ৩৬৩টি। চাহিদা অনুযায়ী বই পাওয়া গেছে ৮০ শতাংশ। এর মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সব বই মিললেও অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, বিজ্ঞান অনুশীলন পাঠ ও ইতিহাসের কোনো বই পাওয়া যায়নি। নবম শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, বিজ্ঞান অনুশীলন পাঠ, ইতিহাস ও ধর্ম (হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান) শিক্ষার কোনো বইও মেলেনি।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী জগৎজ্যোতি চাকমা বলেন, মোট চাহিদার ৮০ শতাংশ বই এসেছে। অষ্টম ও নবম শ্রেণির তিন-চারটি বিষয়ের বই এখনো পৌঁছেনি।

জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার বলেন, জেলায় মোটামুটি বই এসেছে। বাকি বইও আসবে।

সারাবাংলা/টিআর

বই বিতরণ রাঙ্গামাটি শিক্ষা অফিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর