Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ হাজারের বেশি নেতা-কর্মী নিয়ে নারায়ণগঞ্জের নির্বাচনি সভায় গাজী

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৪ ১৬:৪৩ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৪ ১৯:৫৭

নারায়ণগঞ্জ থেকে: ১৫ হাজার নেতা-কর্মী নিয়ে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডয়াম মাঠে নির্বাচনি এই সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমানসহ জেলার অন্যান্য আসনের আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাচনি এই জনসভায় যোগ দিতে সকাল থেকেই প্রস্তুতি চলছিল রূপগঞ্জে। পরে বাস ও বিভিন্ন পরিবহনে নেতা-কর্মীরা জনসভাস্থলে আসেন। তারা বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পক্ষে স্লোগান দেন। ‘গাজী গাজী, নৌকা নৌকা’ স্লোগানে উত্তাল হয় নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক। ওসমানী স্টেডিয়ামে প্রবেশের সময় মিছিলটি ছিল চোখে পড়ার মতো। মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এদিন বিকেল ৩টার দিকেও বিভিন্ন ধাপে ধাপে মিছিল আসছিল। অন্যান্য নেতা-কর্মীদের মিছিলও ছিল চোখে পড়ার মতো। বিকেল ৩টার আগেই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। নেতা-কর্মীরা আশেপাশের বিভিন্ন সড়ক ও ভবনে অবস্থান নেন।

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, ‘রূপগঞ্জ থেকে আমরা ১৫ হাজার নেত-কর্মী নিয়ে এই সভায় যোগ দিয়েছি। এখনও নেতা-কর্মীরা আসছেন। রূপগঞ্জে নৌকার পক্ষে জোয়ার বইছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রূপগঞ্জে অনেক ভূমিদস্যু রয়েছে। নৌকায় ভোট দিয়ে রূপগঞ্জকে বাঁচান।’

সারাবাংলা/ইএইচটি/ইআ

আওয়ামী লীগের নির্বাচনি জনসভা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর