Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হচ্ছে হেলিকপ্টারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৪ ১৭:০৬

রাঙ্গামাটি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির দুর্গম ‘হেলিসর্টি’ ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হচ্ছে হেলিকপ্টারে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে রাঙ্গামাটির ১৮টি দুর্গম হেলিসর্টি ভোটকেন্দ্রের মধ্যে বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার ১৪টি কেন্দ্রে বিমানবাহিনীর হেলিকাপ্টারে করে নির্বাচনি মালামালসহ নির্বাচনে দায়িত্বেপালনকারী কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এ ছাড়া শুক্রবার (৫ জানুয়ারি) আরও ৪টি ভোটকেন্দ্রে হেলিকাপ্টারে করে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো হবে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানিয়েছে, রাঙ্গামাটির ১০ উপজেলার ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৯টি কেন্দ্রকে ‘গুরত্বপূর্ণ’ ভোটকেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এরমধ্যে ১৮টি হেলিসর্টি ভোটকেন্দ্রও রয়েছে। নির্বাচনি দায়িত্বপালন শেষে ১৮টি ভোটকেন্দ্রের নির্বাচনি কর্মকর্তা ও ভোটগ্রহণকর্মীরা ৮ জানুয়ারি নির্বাচনি সরঞ্জাম নিয়ে হেলিকপ্টার যোগেই ফিরবেন।

রাঙ্গামাটির ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকার ১৮টি কেন্দ্র ‘হেলিসর্টি’ অর্থাৎ এই ১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের যেতে হয় হেলিকপ্টারের মাধ্যমে।

১৮টি হেলিসর্টি ভোটকেন্দ্রের আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়িতে ছয়টি,বরকল উপজেলায় দুটি, জুরাছড়ি উপজেলায় সাতটি ও বিলাইছড়ি উপজেলায় তিনটি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি জেলায় ২০৩টি ভোটকেন্দ্র থাকলেও দ্বাদশে ১০টি ভোটকেন্দ্র বেড়েছে। ২১৩টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে এক হাজার ১২১টি।

বিজ্ঞাপন

রাঙ্গামাটি জেলাপ্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, হেলিসর্টি ১৮টি ভোটকেন্দ্রে নিবাচনি সরঞ্জাম ও ভোট কর্মকর্তাদের পাঠানো কাজ শুরু হয়েছে। আজ ১৮টি কেন্দ্রের মধ্যে ১৪টি ভোটকেন্দ্রে নিবাচনি সরঞ্জাম ও ভোট কর্মকর্তাদের পাঠানো হয়েছে। বাঘাইছড়ির দুটি এবং বিলাইছড়ির দুটি হেলিসর্টি ভোটকেন্দ্রে শুক্রবার নিবাচনি সরঞ্জাম ও ভোট কর্মকর্তাদের পাঠানো হবে।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির ১০ উপজেলার দুই পৌরসভাসহ মোট ভোটার সংখ্যা চার লাখ ৭৯ হাজার ৩১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫০ হাজার ৯৪৪ এবং নারী ভোটার সংখ্যা দুই লাখ ২৮ হাজার ৩৭৩ জন।

সারাবাংলা/ইআ

নির্বাচনি সরঞ্জাম রাঙ্গামাটি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর