Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটাররা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৪ ১৩:৫৬

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের নৌকার প্রার্থী মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির ভোট বর্জনের আহবানে কেউ সাড়া দিচ্ছে না বলেই তারা রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ করে বেড়াচ্ছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া বাস টার্মিনালে নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন। শ্রমিক লীগের আয়োজিত এই পথসভার মধ্যে দিয়ে দিনের প্রচার শুরু করেন হানিফ।

তিনি বলেন, ভোটাররা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। তারা ভোটের উৎসবে মেতে উঠেছে। জনগণ তাদের (বিএনপি) কথায় কর্ণপাত করছে না বলেই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।

পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলি, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলি খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সারাবাংলা/এনইউ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর