Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে মা ও ২ শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৪ ১১:৪৪ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৪ ১২:১৪

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরিত হয়ে মা ও দুই শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (৪ জানিয়ারি) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাস পাড়াতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী মা দ্বীপ্তী দাস (৪০), মেয়ে পূজা দাস ১১ ও ভাতিজা উমা দাস। এ সময় আগুনে আহত হয়েছেন সাগর দাস।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরোয়ার হোসেন জানান, নিহত দীপ্তী দাস শিমুদের নিয়ে বাসার বাহিরে রোদ পোহাচ্ছিলেন। বাড়ির পাশেই হাসকিং মিল। এমন সময় হাসকিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে তাদের গায়ের উপর পড়লে ঘটনা স্থানে তাদের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস তিনটি লাশ উদ্ধার করেছে।

সারাবাংলা/ইআ

বয়লার বিস্ফোরণ মা ও শিশু