Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া দিয়ে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৪ ১০:৪৬

মানিকগঞ্জ: ঘন কুয়াশায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার পর ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ-মুহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গতকাল বুধবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ ফেরি চলাচল ছিল। এ সময় শাহপরান ও কেরামত আলী ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে থাকে। এছাড়া বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, এনায়েতপুরী, খান জাহান আলী গোলাম মাওলা, রজনী গন্ধা, হাসনা হেনা, ঢাকা ও বনলতা সোন পাটুরিয়া ঘাটে এবং ফেরি হামিদুর রহমান, ভাষা শহীদ বরকত, জাহাঙ্গীর ও করবী দৌলতদিয়া ঘাটে নোঙর করে রাখা হয়।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, নৌপথের চ্য্যনেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট ব্যবহার করেও কুয়াশাকে টেক্কা দিতে না পারায় প্রায় প্রতি রাতেই ফেরি চলাচল বন্ধ থাকছে। এছাড়া ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথে গতকাল বুধবার রাত ৮টা থেকে প্রায় ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

কুয়াশার প্রাদুর্ভাব কেটে গেলে সকাল সাড়ে ৮টার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং ৯টার দিকে আরিচা কাজিরহাট নৌরুটে ফিরে চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ-মুহাম্মদ খালেদ নেওয়াজ জানান, নদীতে কুয়াশার ঘনত্ব বাড়ায় সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে পাটুরিয়-দৌলতদিয়া এবং রাত ৮টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টার পর উভয় নৌ রুটে চলাচল স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএ/এনএস

পাটুরিয়া-দৌলতদিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর