Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে হাজী মুহাম্মদ মহসীন বিদ্যালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৪ ০৯:০৬

যশোর: জেলা সদরের মুড়লী দানবীর হাজী মোহাম্মদ মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়টির ৮ম শ্রেণি কক্ষ পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল বুধবার (৩ ডিসেম্বর) বিষয়টি অফিসের লোকজন জানতে পেরে যশোর কোতয়ালী মডেল থানায় পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থান পরির্দশন করেন। তবে কী কারণে এ আগুনের ঘটনা তা জানা যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, গতকাল বুধবার সকাল ১০টার তিনি জানতে পারেন স্কুলের অষ্টম শ্রেণি কক্ষে কে বা কারা আগুন দিয়েছে। এতে শ্রেণি কক্ষের কয়েকটি বেঞ্চ ও ফ্যান পুড়ে যায়। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হলে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহ আলম বলেন, কে বা কারা স্কুলের শ্রেণি কক্ষে আগুন দিয়েছে, প্রশাসন বিষয়টা খতিয়ে দেখছেন।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মুড়লী দানবীর হাজী মোহাম্মদ মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির রুমের বেঞ্চ পুড়ে গেছে। ককটেল বা পেট্রোলের কোনো অস্তিত পাওয়া যায়নি। তবে কিভাবে আগুন লেগেছে এ মুহূর্তে বলা যাচ্ছে না। অনুসন্ধন চলছে।

সারাবাংলা/টিএম/এনএস

যশোর হাজী মুহাম্মদ মহসীন বিদ্যালয়

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর