ঢাকা উত্তর সিটির নতুন সিইও মীর খায়রুল
৩ জানুয়ারি ২০২৪ ২১:১৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৪ ২৩:৪৩
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান অনুবিভাগের অতিরিক্ত সচিব মীর খায়রুল আলম। তিনি এই পদে মো. সেলিম রেজার স্থলাভিষিক্ত হবেন।
সোমবার (১ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ডিএনসিসির সিইও পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন অতিরিক্ত সচিব মো. সেলিম রেজা। ২০২০ সালের ২৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদ থেকে বদলি করে ডিএনসিসির সিইও পদে নিয়োগ দেওয়া হয়। গত ৩১ ডিসেম্বর তাকে অবসর দেওয়া হয়েছে। চলতি বছরের পুরোটা তিনি অবসরোত্তর ছুটি হিসেবে কাটাবেন।
সারাবাংলা/আরএফ/টিআর
ডিএনসিসি ডিএনসিসি সিইও ঢাকা উত্তর সিটি ঢাকা উত্তর সিটি করপোরেশন মীর খায়রুল আলম