Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্নিসন্ত্রাসীদের পরাজিত করতে ভোটকেন্দ্রে আসুন: নাছিম

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৪ ২২:০৫

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত মানবরূপী অগ্নিসন্ত্রাসী। এরা দুর্বিনীত দানব। এদের পরাজিত করতে না পারলে দেশকে ধ্বংস করে ফেলবে। এরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। এরা দেশের ১৬ কোটি মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। এদের পরাজিত করতে ৭ জানুয়ারি আপনারা ভোটকেন্দ্রে আসুন।

বিজ্ঞাপন

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধেশ্বরী খেলার মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, বিএনপি-জামায়াত অশুভ শক্তি। এরা নির্বাচন বানচালের নামে আমাদের জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা আর কোনো স্বৈরাচারী, অগণতান্ত্রিক সরকার চাই না। যারা ধ্বংস, লুট ও পিছিয়ে পড়ার রাজনীতি করতে চায় তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে। একটি সুস্থ, সুন্দর ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য আপনার মূল্যবান ভোটটি আপনি প্রদান করুন।

তিনি আরও বলেন, যারা স্বৈরাচার, সাম্প্রদায়িক শক্তি, যারা মানুষকে সম্মান করতে জানে না, দেশের মানুষের বিবেক বোধকে যারা জাগ্রত করতে পারে না, তাদের তথাকথিত আন্দোলনকে মানুষ সমর্থন করে না। মিথ্যার পক্ষে দাঁড়ানো যায় না। সত্যের জয় অনিবার্য।

নাছিম বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা গত ১৫ বছর বাংলাদেশকে পাল্টে দিয়েছেন ও বদলে দিয়েছেন। এটি তিনি তার সাহসের জন্যই পেরেছেন। তিনি তার দৃঢ়তা ও সততার মাধ্যমে সব বাধাকে জয় করেছেন। দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন এবং সেটি পূরণের পরিকল্পনা নিয়ে পূরণ করে দেখিয়েছেন। বঙ্গবন্ধু কন্যাকে আমাদের সমর্থন করে পুনরায় নির্বাচিত করতে হবে। আমাদের তার চিন্তা, চেতনা, সততা দক্ষতা দেখে তাকে ভোট দিতে হবে। তিনি আমাদের বাতিঘর।

বাহাউদ্দিন নাছিম বুধবার সকাল ১১টায় শান্তিনগরের পীর সাহেবের গলি ইস্টার্ন পিস থেকে গণ সংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরবর্তীতে এফবিসিসিআই মিলনায়তনে নেতাদের সঙ্গে মত বিনিময় সভা, সিদ্ধেশ্বরী খেলার মাঠে জনসভা ও রাতে জেলা ক্রীড়া সংস্থা (ডিডিএস) ফকিরাপুলে ৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এনইউ

ঢাকা-৮ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাহাউদ্দিন নাছিম

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর