Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যানকে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৪ ২০:৫৫

ফাইল ছবি

ঢাকা: সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনরায় নির্বাচনের তফসিল চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আবেদন নামঞ্জুর করেছেন চেম্বার জজ আদালত। একই সঙ্গে রিটকারী ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াতকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা দাতব্য প্রতিষ্ঠান আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিতে বলা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রউফ। শুনানিতে আদালত বলেছেন, একই বিষয়ে এর আগে একাধিক রিট হয়েছে। উচ্চ আদালতে বিষয়টি সেটেলড হয়ে আছে। এ ছাড়া, সংবিধানেও সংসদ ভেঙে দেওয়ার বিধান নেই।

গতকাল সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা চেয়ে রিট খারিজের বিরুদ্ধে আবেদন করা হয়। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে আইনজীবী আব্দুর রউফ এ আবেদন করেন।

গত ২৭ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা চেয়ে রিট শুনতে অপারগতা প্রকাশ করেন হাইকোর্ট। আদালত বলেন, এই মুহূর্তে এ ধরনের রিট শুনব না।

বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ অপারগতা প্রকাশ করেন। চলতি বছর আদালতের নির্দেশে নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এ রিট দায়ের করেন।

এর আগে গত ২০ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল ঘোষণা চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সেদিন রিটের পক্ষের আইনজীবী বলেছিলেন, নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ না পাঠিয়ে সরাসরি রিট দায়ের করায় হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। এ কারণে গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

চলতি বছরের ৮ মে উচ্চ আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পেয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। আপেল হচ্ছে দলটির নির্বাচনী প্রতীক।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর