‘ভূমিদস্যুদের নয়, গুরু দেখে ভোট দিন’
৩ জানুয়ারি ২০২৪ ২০:১৮ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৪ ২২:১৮
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে: রূপগঞ্জের জনগণকে ভূমিদস্যুদের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
তিনি বলেন, ‘আপনারা ভূমিদস্যুদের বিরুদ্ধে ভোট দেবেন। আমার মার্কা, বাংলাদেশের মার্কা নৌকা। আমার একজন গুরু আছেন। আমার গুরু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি নৌকার গুরু। কেটলি মার্কার গুরু কে? কেটলির গুরু হচ্ছে ভূমিদস্যু। তাই গুরু দেখে ভোট দেবেন।’
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। দুপুর তিনটায় শুরু হওয়া এই সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল আসতে থাকে।
‘গাজী গাজী, নৌকা নৌকা’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো মাঠ। চারটায় পর পরই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কলেজের মাঠ পূর্ণ হয়ে গেলে আশেপাশের বিভিন্ন সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। পাঁচটায় সভা শেষেও চলতে থাকে নেতাকর্মীদের স্লোগান।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. তোফায়েল হোসেন মোল্লার সভাপতিত্বে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘এই নির্বাচনে অনেক বিপদ আছে। এই বিপদ হলো হায়েনারা আপনাদের ভূমি দখল করতে চায়। আপনারা যদি সাবধান না হন তাহলে আপনাদের বিপদ আছে। ওই হায়েনারা আবার আমাদের জমি দখল করতে চায়। আমাদের যে মাঠে বক্তৃতা হচ্ছে এই মাঠও তারা খেয়ে ফেলবে। কখন কার বাড়িতে সাইনবোর্ড লাগাবে, কখন কোথায় সাইনবোর্ড লাগাবে তার ঠিক নাই।’
তিনি বলেন, ‘সাইনবোর্ড কারা লাগায় আপনারা জানেন, হঠাৎ করে দেখবেন আপনার বাড়ির সামনে সাইনবোর্ড, আপনার বাড়ির সামনে যে জমি আছে তা বালুতে ভরে গেছে। দশটা পোলাপান লাগাবে, আপনাকে পিটুনি দেবে, মারধর করে আপনার জমি ছাড়া করবে। আজকে তারা নানা রকম মিথ্যা তথ্য প্রচার করছে, যাতে আপনারা আমার প্রতি বিরক্ত হন। কিন্তু আপনারা যদি বিশ্বাস করেছেন, তো মরেছেন। তারা মিথ্যাবাদী। তারা এটা করেই খায়। জমির পর জমি, গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ দখল করে খায়। তারা দখলবাজ।’
গোলাম দস্তগীর বলেন, ‘আপনারা উপযুক্ত জবাব দেবেন। ভূমিদস্যুদের বিরুদ্ধে জবাব। আর কোনো ভূমিদস্যুতা যেন রূপগঞ্জে না থাকে।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কি পুতুল এমপি বানাবেন? না যারা ১৫টি বছর দেশের উন্নয়ন করেছি; সেই মার্কায় ভোট দেবেন। নৌকা উন্নয়নের মার্কা, আপনারা উন্নয়নের মার্কা নৌকায় ভোট দেবেন। ৭ জানুয়ারি বিজয়ের পর আপনারা আনন্দ করবেন।’
এদিন সমাবেশে নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ, কৃষক শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সমাবেশের মাঠ জনসমুদ্রে রূপ নেয়। সমাবেশে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোলের শিশুকে নিয়েও এসেছিলেন নারীরা।
সারাবাংলা/ইএইচটি/এনইউ