রাঙ্গাঁর প্রচারে অংশ নেওয়ায় জাপা নেতাকে অব্যাহতি
৩ জানুয়ারি ২০২৪ ১৮:০৬ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৪ ২১:৪১
রংপুর: জাতীয় পার্টির (জাপা) থেকে বহিষ্কৃত ও বিরোধী দলীয় চিফ হুইপ রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁর পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ায় এক ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতার নাম আব্দুল্লাহ আল-হাদী। তিনি গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের সভাপতি ও ওই ইউনিয়নের চেয়ারম্যান। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মামুনুর রশিদ ফুলু ও সদস্যসচিব গোলাম ফারুক সই করা এক বিবৃতিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।
ওই বিবৃতিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত রংপুর-১ আসনের প্রার্থী এইচ এম শাহরিয়ার আসিফের পক্ষে নির্বাচনি প্রচার ও জনসংযোগে অংশগ্রহণ না করে দল থেকে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেন আব্দুল্লাহ আল-হাদী। এর মাধ্যমে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
এ বিষয়ে আব্দুল্লাহ আল-হাদীর বলেন, ‘এখানে অব্যাহতি দেওয়ার কিছু নেই। কারণ অনেক আগেই আমি জাতীয় পার্টি ছেড়েছি। ওরকম যাত্রা পার্টিতে থাকার চেয়ে না থাকায় ভালো।’
সারাবাংলা/আরএইচএস/এনএস
আব্দুল্লাহ আল-হাদী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মসিউর রহমান রাঙ্গাঁ রংপুর