Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগ ক্ষমতা ছেড়ে নির্বাচনে আসুক দেখিয়ে দিব কার কত প্রভাব আছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৪ ১৭:৪৩ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৪ ১৭:৪৬

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে ক্ষমতায় থাকায় তাদের প্রভাব বেড়েছে। তবে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে আসলে আমরা দেখিয়ে দিতে পারব কার কত প্রভাব।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে জেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘রাজনৈতিক প্রভাব কার কতটুকু তা জাতীয় পার্টি আওয়ামী লীগকে বোঝাতে চায়। শুধুমাত্র ক্ষমতার বাইরে এসে নির্বাচন করুক। রাজনীতিতে জাতীয় পার্টির প্রভাব কমেনি।’

তিনি বলেন, ‘আমরা ৩০০ আসনে প্রার্থী দিয়েছি। সাধারণভাবে আমরা জানতাম ৩০০ আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী আমাদের ছিল না। এখন অনেক প্রার্থী শুধু অভিজ্ঞতা ও পরিচিতির জন্য নির্বাচনে এসেছেন। অনেকে নির্বাচনে এসে কুলাতে পারছেন না। পরিবেশ ভালো নেই, হুমকিও রয়েছে। তাই অনেকে নিজে থেকেই সরে দাঁড়াচ্ছেন। এতে আমাদের দোষ দিয়ে যাওয়াটা কিছুটা উদ্দেশ্যমূলক। আমাদের সন্দেহ আছে কিছু কিছু আসনে সমঝোতা কিংবা ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে প্রার্থীরা সরে দাঁড়াচ্ছে কি না। এটি সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ, নির্বাচনের পর তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচনে আসন পাওয়া প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘যেহেতু নির্বাচনে একটি অনিশ্চয়তা রয়েছে, নির্বাচন কেমন হবে সেটাও নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি না। নিশ্চিতভাবে কোনো কিছু জানতে পারছি না। যদিও বিভিন্ন স্থানে পরিবেশ ঠিক রাখার জন্য সাহায্য করা হচ্ছে। শেষ পর্যন্ত নির্বাচন কীভাবে হয়, ফল কীভাবে ঘোষণা হয় তা বোঝা যাচ্ছে না। নির্বাচন শেষে আমরা বুঝতে পারব কতগুলো আসন পেলাম।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

জিএম কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর