ঝিনাইদহ ৩ আসনে নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ঈগলের প্রার্থী
৩ জানুয়ারি ২০২৪ ১৬:৩৮ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৪ ১৬:৪১
ঝিনাইদহ: ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ।
সোমবার (১ জানুয়ারি) মহেশপুর কলেজ স্ট্যান্ডে বঙ্গবন্ধু পাঠচক্র কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নৌকা প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহ উদ্দীন মিয়াজীকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে তিনি নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনিচুর রহমান টিপু উপস্থিত ছিলেন।
নবী নেওয়াজ সরে দাঁড়ানোর ফলে ঝিনাইদহ-৩ আসনে এখন তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সারাবাংলা/আইই