Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৪ ১৫:৪৭

বাগেরহাট: বাগেরহাট জেলা কারাগারে কামাল হোসেন (৪৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

বুধবার (৩ জানুয়ারি) কারাগারের সুপার শংকর মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) রাত সোয়া ১১টায় তার মৃত্যু হয়।

হাজতি কামাল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোকলেছ হোসেনের ছেলে। ২০২৩ সালের ১১ নভেম্বর একটি নাশকতা মামলায় আদালত তাকে তাকে কারাগারে পাঠিয়ে ছিল। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

কারাগারের সুপার শংকর মজুমদার জানান, গতকাল মঙ্গলবার রাত ১১টার আগ মুহূর্তে কামাল হোসেন হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/জেএইচবি/এনএস

বাগেরহাট জেলা কারাগার হাজতির মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর