Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন লিটু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৪ ১৪:০৩ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৪ ১৪:০৪

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু। একইসঙ্গে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তিনি।

বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে নড়াইল শহরের আলদাৎপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সৈয়দ ফয়জুল আমীর লিটু নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। ২৮ ডিসেম্বর হাইকোর্ট থেকে মনোনয়ন ফিরে পেয়ে প্রচার শুরু করতে না করতেই ৩১ ডিসেম্বর আবারও আপিলের মুখোমুখি হন তিনি। প্রচার শুরু হতেই মাশরাফীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা এই নেতা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ একমাস নির্বাচনের মাঠের পরিবর্তে আদালতের বারান্দা দিয়ে ঘুরেছি। নির্বাচনি প্রচারের আর মাত্র তিনদিন বাকি আছে। এই সময়ের মধ্যে ভোটের কাজ করা সম্ভব না। আমি শারীরিকভাবে অসুস্থ। আমাকে ডাক্তার বিশ্রাম ও টেনশনমুক্ত থাকার কথা বলেছেন। এছাড়া পরিবারের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা আমার ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচনে অংশগ্রহণ না করাসহ বিভিন্ন কর্মকাণ্ড থেকে অবসর নেওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছে। বিশেষ করে পরিবারের সদস্যদের সমর্থন না থাকায় আমি সজ্ঞানে আজ থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলাম।

তিনি আরও বলেন, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চেয়ে আমি নৌকার মাঝি সকলের প্রিয় মাশরাফী বিন মোর্ত্তজাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ ও দশের খেদমত করার সুযোগ করে দেবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে প্রাার্থিতা অবৈধ ঘোষণার পর তিনি গত ২৮ ডিসেম্বর হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়ে ট্রাক প্রতীক নিয়ে মাঠে ছিলেন। এরপর তার প্রার্থিতা বাতিল চেয়ে ৩১ ডিসেম্বর আপিল করা হলে গত ২ জানুয়ারি ফের তার প্রার্থিতা বহাল করে আদালত।

সারাবাংলা/আরএফ/ইআ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাশরাফী বিন মোর্ত্তজা

বিজ্ঞাপন

এবার কপিল শর্মাকে হত্যার হুমকি
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৩৭

আরো

সম্পর্কিত খবর