Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৫৫

আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারি ২০২৪ ১২:০১ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৪ ১২:০৩

জাপানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। সোমবার (১ জানুয়ারি) ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর দেশটির ওয়াজিমাতে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানেও বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে কয়েকজন নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ বলছে, তারা ধসে পড়া এবং পুড়ে যাওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চলছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভূমিকম্পের উপকূলীয় কেন্দ্রস্থল ইশিকাওয়া প্রিফেকচারের শহর ওয়াজিমাতেই অন্তত ২৪ জন নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টা ১০টা মিনিটের দিকে আঘাত হানার পর সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়। পরে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটও ঘটে ওই এলাকায়।

বুধবার (৩ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের জেরে জাপানে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪

সারাবাংলা/ইআ

অগ্নিকাণ্ড জাপান শক্তিশালী ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর