প্রচারে সরব রূপগঞ্জ, ভোটারদের আস্থা নৌকায়
২ জানুয়ারি ২০২৪ ২০:৪১ | আপডেট: ২ জানুয়ারি ২০২৪ ২১:০৮
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতে আসতে প্রচারও হয়ে উঠছে জমজমাট। প্রার্থীরা তো বটেই, কর্মী-সমর্থকরাও আরও বেশি ব্যস্ত সময় কাটাতে শুরু করেছেন ভোটের প্রচারে। রাজধানীর অদূরে নারায়ণগঞ্জ-১ আসনের রূপগঞ্জ উপজেলার পথঘাটও তেমনি নির্বাচনি স্লোগানে মুখর।
মঙ্গলবার (২ জানুয়ারি) রূপগঞ্জ ঘুরে দেখা যায়, মিছিলের পাশাপাশি প্রার্থীরা পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটারদের কাছে তুলে ধরছেন নির্বাচনি নানা প্রতিশ্রুতি। পাশাপাশি পছন্দের প্রার্থীকে জয়ী করতে সমর্থকরাও আলাদাভাবে গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
রাজধানীসংলগ্ন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য এবং সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী আরও আটজন। তবে তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়া ও তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের। একই আসনে শক্তিশালী তিন প্রার্থীর কারণে জেলার পাঁচ আসনের মধ্যে এই আসনটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
মাঠের সমীকরণ বলছে, এই আসনে এবার নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে। ভোটের মাঠে তিন প্রার্থীর কেউই কাউকে ছেড়ে কথা বলবেন না। তারপরও সাধারণ ভোটারদের দৃষ্টিতে এখন পর্যন্ত নৌকা প্রতীকই এগিয়ে রয়েছে এই আসনে। মুড়াপাড়া এলাকার ভোটার গৃহিণী মাকসুদা বলেন, ‘এই এলাকায় গ্যাস ছিল না। এমপি সাহেব (গোলাম দস্তগীর গাজী) আমাদের গ্যাসের ব্যবস্থা করে দিয়েছেন। আরও অনেক উন্নয়ন করেছেন আমাদের এলাকার। উনি এমপি হইলে সবার জন্য ভালো হবে।’
স্থানীয় চায়ের দোকানদার মোখলেচুর রহমান বলেন, ‘গত কয়েক বছরে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে ভালো ছিল। একসময় চাঁদা দিতে দিতে খাওয়া-পরার টাকা পর্যন্ত টিকত না। গাজী (গোলাম দস্তগীর গাজী) আসার পর থেকে কোনো ধরনের চাঁদা দিতে হয়নি।’
ইব্রাহিম খলিল স্থানীয় ঠিকাদার। বিএনপির সমর্থক। তিনি বলেন, ‘নিজ দল ক্ষমতায় নেই। তারপরও শান্তিতেই ব্যবসা করে যাচ্ছি। এ ধারা অব্যাহত থাকুক। আমরা শান্তি চাই। তবে সাধারণ ভোটারদের চাওয়া ভোটের দিনের পরিস্থিতিও স্বাভাবিক থাকুক।’
এদিকে প্রার্থীরা প্রতিদিন সভা-সমাবেশ ও গণসংযোগের মধ্য দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। এদিন রূপগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। গণসংযোগে রূপগঞ্জের উন্নয়ন, সুশাসন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতির কথা বারবার তুলে ধরেন। বলেন, এখানকার মানুষের পাশে তিনি ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও সবসময় থাকবেন।
দুপুর ১২টার দিকে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় গণসংযোগে বের হন আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী। এ সময় তার কর্মী-সমর্থকরা মুড়াপাড়া কলেজ থেকে মিছিল বের করলে তিনি সেই মিছিলে যোগ দেন। মিছিল নিয়ে আশপাশের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক মিছিল থেকে স্লোগান স্লোগানে গোটা এলাকা প্রকম্পিত করে তোলেন।
মিছিলের পর এক সংক্ষিপ্ত সমাবেশে গোলাম দস্তগীর গাজী ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করেছি আপনাদের প্রতিদান দিতে। রূপগঞ্জের উন্নয়ন, সুশাসন, নিরাপত্তা নিশ্চিত করা এবং সুখে-দুঃখে, বিপদে-আপদে সবসময় আপনাদের পাশে দাঁড়ানোকে আমার একমাত্র দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি।
নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন চাই। অতীতেও আপনারা নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আবারও আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকাকে বিজয়ী করলে রূপগঞ্জকে আরও উন্নত করব, রূপগঞ্জকে আরও আধুনিক করে গড়ে তুলব।
এ সময় সাংবাদিকদের সঙ্গেও আলাপ করেন গোলাম দস্তগীর গাজী। বলেন, ‘রূপগঞ্জের প্রতিটি পরিবার আমার পরিবার। সুখে-দুঃখে তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।’
প্রতীক বরাদ্দের পর থেকেই এই আসনের প্রার্থীরা নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন। ভোটাররা বলছেন, সব প্রার্থীর মধ্যে প্রচারেও সবচেয়ে বেশি এগিয়ে আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজী। বাকি প্রার্থীদের মধ্যে তৈমুর আলম খন্দকার ও শাহজাহান ভূঁইয়াও যথেষ্ট সক্রিয় ভোটের মাঠে। তবে অভিযোগ রয়েছে, শাহজাহান ভূইয়া ভোটারদের বিভ্রান্ত করছেন। কেন্দ্রে না যেতে ভোটারদের অনুরোধ করছেন, কোথাও কোথাও ভয়-ভীতি দেখানোর অভিযোগও রয়েছে শাহজাহান ভূইয়ার সমর্থকদের বিরুদ্ধে।
সারাবাংলা/জেআর/টিআর
গোলাম দস্তগীর গাজী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) জাতীয়-নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ-১ নৌকার প্রার্থী