‘নিরপেক্ষ ভোট হবে না’ আশঙ্কায় সরে দাঁড়ালেন জাপার প্রার্থী
২ জানুয়ারি ২০২৪ ১৭:৪৮ | আপডেট: ২ জানুয়ারি ২০২৪ ২১:৫৪
দিনাজপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে গেলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মাহবুব আলম। তিনি নির্বাচনি সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর বিরল উপজেলা শাখা জাতীয় পার্টীর দলীয় কার্যালয়ে লাঙ্গল মার্কার প্রার্থী মাহবুব আলম ঘোষণা দেন।
তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিরপেক্ষ হওয়া নিয়ে তার সংশয় রয়েছে। তাই তিনি সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুধীর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল, সহ-সভাপতি লোকমান হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোসলেম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমতাজুল হক, দফতর সম্পাদক ইউপি সদস্য সামিদুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর শাখা জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সারাবাংলা/একে
আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন ভোট লাঙ্গল