Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে গাছের সঙ্গে পিকআপের ধাক্কায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৪ ১৪:২৪

সুনামগঞ্জ: জেলার ছাতক উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাছবাহী পিকআপের তিনজন নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলার বড়কাপন এলাকা-সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— আব্দুল করিম, নুরুল হক ও আসাদ উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলার জামালগঞ্জ থেকে পিকআপে করে মাছ বিক্রি করার জন্য সিলেট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে ছাতক উপজেলার বড়কাপন এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এসময় আরও দুইজন আহত হয়েছেন।

জয়কলস হাইওয়ে পুলিশ উপপরিদর্শক (এসআই) আব্দুল কবির বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাছবাহী পিকআপের তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার কার্যক্রম চলছে।

সারাবাংলা/এনএস

সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর