Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপকূলে নিরাপত্তা জোরদার করা হয়েছে: কোস্টগার্ড মহাপরিচালক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৪ ১৩:৩০

বাগেরহাট: কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেছেন, ‘নির্বাচনে কোনপ্রকার বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হবে না। সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকূল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে।’

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় পশুর নদীর পাড়ে দাকোপের লাউডোব এলাকায় নির্বাচনি টহল পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। এসময় ভোটারদের যথাসময়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

এসময় তার সঙ্গে ছিলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা বেইজ) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কমান্ডিং অফিসার (অধিনায়ক) কমান্ডার শেখ ফখর উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা।

কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ড উপকূলীয় ৪৩টি ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় গত ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে নিয়োজিত আছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্টগার্ড তাদের দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে। কেউ আইন ভঙ্গ করলে তাকে গ্রেফতার করা হবে।’

সারাবাংলা/এমও

কোস্টগার্ড কোস্টগার্ড মহাপরিচালক নিরাপত্তা সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর