জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪
২ জানুয়ারি ২০২৪ ১১:১৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২৪ ১১:১৬
জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প ও কয়েক ঘণ্টার মধ্যে পরপর ১২৯টি আফটার শক হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এতে নিহত হয়েছেন অন্তত ২৪ জন। আহতও হয়েছেন আরও অনেকে।
সোমবার (১ জানিয়ারি) বিকেলে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজ।
সোমবারের ভূমিকম্পে একাধিক ভবন ধসে পড়েছে। একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় দীর্ঘ সময়ের জন্য সতর্কতা জারি ছিল। তবে পরে সেটি তুলে নেওয়া হয়েছে।
হাওয়াই-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভূমিকম্পের পরপরই ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা শহরে ১ দশমিক ২ মিটার উচ্চতার সুনামি আঘাত হানে। ভূমিকম্পের পর জাপানের সামরিক বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করেছে। তারা খাদ্য, পানি এবং আশ্রয়ের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করতে শুরু করেছে।
দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, ভূমিকম্পের পর উদ্ধারকাজ শুরু হয়েছে।
তিনি বলেন, ভূমিকম্পে অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে অনেক ভবন। এ কারণে সেনাবাহিনীর উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।
সারাবাংলা/ইআ